সারাদিনের বর্ষনমুখরতা কেড়ে নিয়েছে রাত্রিটুকুও অবিরাম বারিধারায় ক্লান্ত প্রকৃতি অবসন্নপ্রায়। প্রকৃতির অবসন্নতা গায়ে মেখে জানালার ধারে বসে থাকা এক নারীমূর্তি আর তাকে ঘিরে থাকা নিঃস্তব্ধতা। এই নিঃস্তব্ধতা তার বড় প্রিয় এরই মধ্যে যেন সে খুঁজে পায় কারো নিঃশব্দ উপস্থিতি। খুব সন্তর্পণে যেন কেউ ছুঁয়ে যায় তার হৃদয়, আর রেখে যায় অসীম নীরবতা। রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হয় কারো নিবিড় আলিঙ্গনে মাধুর্য, হাত বাড়িয়ে তাঁকে ছুঁতে চায় সে, কিন্তু পারে না, যেন হঠাৎ করে হারিয়ে যায় কোন শূন্যতায়। নশ্বর মানবদেহ তো আজ পার্থিব নয় আর কারো নীরব উপস্থিতি তো শুধুমাত্র তার মনে কেমন করে ছুঁয়ে দেখবে তাঁকে একটিবার, সমস্ত সত্তায় কেমন করে অনুভব করবে তাঁর শরীরের উষ্ণতা সেই অধিকার যে আজ আর নেই তার। তবু, সমস্ত অধিকারের শেষ কণাটুকু নিয়ে কেউ ছুঁয়ে যায় তার মনকে, আজীবন। আর উপহার দিয়ে যায় - স্মৃতির পাতা থেকে উঠে আসা কিছু মুহূর্ত, ও মন খারাপ করা রাত্রির নিরব কান্না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওসমান সজীব
তবু, সমস্ত অধিকারের শেষ কণাটুকু নিয়ে
কেউ ছুঁয়ে যায় তার মনকে, আজীবন।
আর উপহার দিয়ে যায় - স্মৃতির পাতা থেকে উঠে আসা কিছু মুহূর্ত, ও
মন খারাপ করা রাত্রির নিরব কান্না ভাবনার গভীরতা আমাকে মুগ্ধ করল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।